ডেস্ক নিউজ
ছবি, সংগৃহীত
সকল জল্পনা আর গুঞ্জন ছেড়ে সত্যি হলো লোক মুখের কথা।
জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ জীবিত নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ, ১৯ সেপ্টেম্বর ২০২৫, তিনি সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। তিনি অসম, বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্পে তাঁর গানের জন্য বিখ্যাত ছিলেন।
জুবিন গার্কের পরিচয়: নাম: জুবিন গর্গ (আসল নাম জুবিন বরঠাকুর)।
তিনি ১৯৭২ সালে ১৮ নভেম্বর মাসে ভারতের একটি সম্ভ্রান্ত পরিবারে জজন্মগ্রহণ করেছিলেন।
তিনি সুরের মূর্ছনায় পুরো মগ্ন কাটিয়েছেন তার ইহজনম সময়টা ।
গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং সমাজসেবী,তিনি ছিলেন একজন প্রকৃত শিল্পি সত্তা মনের মানুষ।
মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষায় গান করতেন। উল্লেখযোগ্য কাজ: "গ্যাংস্টার" ছবির "ইয়া আলি" গানটি তাঁকে জাতীয় স্তরে পরিচিতি দেয়। বাংলা ছবিতে "চিরদিনই তুমি যে আমার" ছবির "পিয়া রে পিয়া রে" গানটি তাঁর একটি উল্লেখযোগ্য কাজ।
জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে একটি দুর্ঘটনায় মারা যান।
তাঁর এই আকস্মিক মৃত্যু সঙ্গীত জগতে শোকের ছায়া নিয়ে এসেছে।
জেটিভি নিউজ বাংলা বিনোদন ঘর ।

Reporter Name 



























