ঢাকা , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ ঘোষণা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির আপত্তিতে ক্ষোভ জামায়াতের — আরপিও সংশোধনী বহাল রাখার দাবি কৃষিজমি গিলে নিচ্ছে আবাসন, বিলুপ্তির পথে পাখি চট্টগ্রামে মেয়রের ব্যানার সরানো নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত ৮ ঢাকা আদালতে ভূমি দখল সংক্রান্ত নতুন আদেশ: প্রতিবেদনের নির্দেশ ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা তাণ্ডব বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায় — জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিতর্কিত ব্যক্তিদের থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরুজেটিভি নিউজ বাংলা গুম হত্যার চেয়েও নিকৃষ্টতম অপরাধ : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাভারে “আফজাল সন্দেশে” ভয়াবহ ভেজাল শিশু খাদ্য উৎপাদন — ময়লা, দূর্গন্ধ ও রাসায়নিকে তৈরির অভিযোগ

যখন সিদ্ধান্ত হবে তখন তা সবাইকে জানানো হবে।এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

জেটিভি ডেস্ক নিউজ বাংলা

ছবি, সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা– অক্টোবরের মধ্যভাগেই ফল প্রকাশ সম্ভব হবে। খাতা মূল্যায়ন কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। ‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও হয়নি। তবে তিনবার পরীক্ষা পেছানোর কারণে খাতা মূল্যায়নে দেরি হলেও অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ‎পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, যখন সিদ্ধান্ত হবে তখন তা সবাইকে জানানো হবে। আপাতত আমরা খাতা মূল্যায়নের কাজ সঠিকভাবে শেষ করায় বেশি গুরুত্ব দিচ্ছি। মূলত, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যাবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। ‎দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি– ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিল। ‎ ‎এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন। পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। <‎অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের আরেকটি সূত্র বলছে, লিখিত পরীক্ষা পিছিয়ে গেলেও তারা প্রথম প্রকাশিত রুটিন ধরে ফল প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছেন। তাই তারা ১৩ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছেন। কারণ, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং ১৩ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পুনরায় সূচি প্রকাশ করতে হয়, ফলে পরীক্ষা শেষ হতে কিছুটা সময় বেশি লেগেছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ ঘোষণা

যখন সিদ্ধান্ত হবে তখন তা সবাইকে জানানো হবে।এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি

আপডেট সময় ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জেটিভি ডেস্ক নিউজ বাংলা

ছবি, সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা– অক্টোবরের মধ্যভাগেই ফল প্রকাশ সম্ভব হবে। খাতা মূল্যায়ন কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। ‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও হয়নি। তবে তিনবার পরীক্ষা পেছানোর কারণে খাতা মূল্যায়নে দেরি হলেও অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ‎পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, যখন সিদ্ধান্ত হবে তখন তা সবাইকে জানানো হবে। আপাতত আমরা খাতা মূল্যায়নের কাজ সঠিকভাবে শেষ করায় বেশি গুরুত্ব দিচ্ছি। মূলত, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যাবহারিক পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। ‎দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি– ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিল। ‎ ‎এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন। পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। <‎অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের আরেকটি সূত্র বলছে, লিখিত পরীক্ষা পিছিয়ে গেলেও তারা প্রথম প্রকাশিত রুটিন ধরে ফল প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছেন। তাই তারা ১৩ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছেন। কারণ, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং ১৩ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পুনরায় সূচি প্রকাশ করতে হয়, ফলে পরীক্ষা শেষ হতে কিছুটা সময় বেশি লেগেছে।