জেটিভি ডেস্ক নিউজ বাংলা
ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ সাভারের আমিনবাজার। প্রতিদিন হাজারো গাড়ি চলাচল করে এ পথ দিয়ে। অথচ রাস্তার ধারে নয়, মহাসড়কের ওপরই স্তূপ হয়ে জমছে ময়লা-আবর্জনা। এতে যেমন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, তেমনি সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
https://youtu.be/s_kth_-xggU?si=gspgikpLBpp9zIIe
পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম আহমেদকে অফিস কক্ষে ক্যামেরায় ধরা, তিনি ঘুমাচ্ছেন]
অভিযোগ রয়েছে, পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ না নিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। আমাদের প্রতিনিধি যখন পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম আহমেদকে খুঁজে যান, তখন তিনি অফিস কক্ষে ঘুমিয়ে ছিলেন।
সেলিম আহমেদ, কনজারভেন্সী ইন্সপেক্টর বলেন
“আমরা তো নির্দিষ্ট জায়গাতেই ময়লা ফেলছি। যত্রতত্র কে ফেলে, সেটা আমাদের জানা নেই।”
সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেন
তবে প্রশ্ন ওঠে—যখন মহাসড়কেই ময়লার স্তুপ দেখা যায়, তখন দায়ভার কি পৌরসভা এড়িয়ে যেতে পারে?
সেলিম আহমেদ বলেন
“পুরো সাভারের দায়ভার সাভার পৌরসভা নিবে—এটা তো হতে পারে না
পৌরসভার এ ধরণের দায়িত্ব এড়িয়ে যাওয়া শুধু নাগরিক ভোগান্তিই বাড়াচ্ছে না, একই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করছে।
মহাসড়কের ওপর এভাবে ময়লার স্তুপ শুধু সাভারের নয়, রাজধানীমুখী মানুষেরও ভোগান্তি বাড়াচ্ছে প্রতিদিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই কেবল এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

Reporter Name 




















