জেটিভি নিউজ বাংলা
বিশেষ প্রতিবোদন
সাভারের নয়ারহাট মাধবগঞ্জ বিল একসময় ছিল হাজারো পাখির স্বর্গরাজ্য। বিস্তীর্ণ কৃষিজমি আর জলাভূমি ছিল স্থানীয় জীববৈচিত্র্যের আশ্রয়স্থল। কিন্তু নগরায়ণের চাপে সেই বিল আজ হারাচ্ছে তার স্বাভাবিক রূপ। আবাসিক প্রকল্পের দখলে গেছে কৃষিজমি, বিলুপ্তির পথে বহু প্রজাতির পাখি।
একসময় যেখানে ধান, শাকসবজির ক্ষেতের ওপর আকাশজুড়ে ওড়ে শালিক, বক, চখাচখি আর পানকৌড়ি—
আজ সেখানে উঠছে একের পর এক বাড়ি, দালান, আর বাণিজ্যিক প্লট।
সাভারের নয়ারহাট মাধবগঞ্জ বিল এখন আর আগের মতো নেই। কৃষিজমি হারিয়ে বিলের অস্তিত্বও বিলীন হচ্ছে ধীরে ধীরে।
পরিবেশবিদদের মতে, এসব বিল আর কৃষিজমি রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জলধারণ ক্ষমতা বজায় রাখে।
কিন্তু বিলে নির্মাণ কাজ বাড়লে শুধু জীববৈচিত্র্য নয়, বাড়বে জলাবদ্ধতা ও তাপমাত্রাও।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন
আগে শীত এলে অনেক বিদেশি পাখি আসত। এখন আসে না। কারণ পানি নাই, মাছ নাই, গাছ নাই।
নয়ারহাট মাধবগঞ্জ বিলের মতো শত শত বিল এখন ঝুঁকিতে।
যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়,
প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে পুরো সাভার অঞ্চলে—
আর ইতিহাসে হারিয়ে যাবে এ অঞ্চলের পাখিদের একসময়কার স্বর্গভূমি।

Reporter Name 




















