জেটিভি ডেস্ক নিউজ বাংলা ঃ
ছবি, সংগৃহীত
আপনি নিজের সন্তানকে শিশুকাল থেকেই একটি উগ্র চিন্তার মধ্যে ঠেলে দিচ্ছেন, খেলনার স্থানে সর্বপ্রথৃ হাতে তুলে দিচ্ছেন একটি খেলনা পিস্তল।
আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন শিশু মন খেলার ছলে কিভাবে শত্রুকে আক্রমন করতে হয় এবং কিভাবে পিস্তল ব্যবহার করতে হয় বেশ খেলার ছলেই বিষয়টি রপ্ত করে নিচ্ছে।
সমাজ বিজ্ঞানীদের মতে মানুষের উন্মুক্ত মেধা ও মনো বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শিশুকাল যেখানে তার স্মৃতি ও মস্তিস্কে ৮০ শতাংশ মেধার বিকাশ ঘটে সুতরাং এই সময়ে শিশুদের সঙ্গে এমন আচরণ ও খেলনা ব্যবহার করা উচিৎ না যা তার মেধার বিকাশে বিঘ্ন ঘটে।
এদিকে শিশুর সাস্থ্য ও মেধার বিকাশ নিয়ে পিজি হাসপাতালের শিশু প্যাডিয়াট্রিক সার্জারী ডাঃ দিদারুল ইসলাম বলেন শিশুর শারীরিক শক্তি ও সাস্থ্যের পাশাপাশি মানসিক সাস্থ্য সুস্থ্য সবল রাখতে পিতার মাতার আচরণ ও খেলার সাথীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

Reporter Name 


























