ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ঝটিকা মিছিল: আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার — ডিএমপি জামায়াতসহ সাত দলের স্মারকলিপি আজ—নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ ঘোষণা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির আপত্তিতে ক্ষোভ জামায়াতের — আরপিও সংশোধনী বহাল রাখার দাবি কৃষিজমি গিলে নিচ্ছে আবাসন, বিলুপ্তির পথে পাখি চট্টগ্রামে মেয়রের ব্যানার সরানো নিয়ে সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত ৮ ঢাকা আদালতে ভূমি দখল সংক্রান্ত নতুন আদেশ: প্রতিবেদনের নির্দেশ ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা তাণ্ডব বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায় — জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিতর্কিত ব্যক্তিদের থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: আমীর খসরুজেটিভি নিউজ বাংলা

জামায়াতসহ সাত দলের স্মারকলিপি আজ—নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

  নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৭:৪৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেবে। সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হবে। দলগুলো জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই স্মারকলিপি দেওয়া হবে। জানানো হয়েছে, স্মারকলিপি জমা দেবে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি। এর আগে গতকাল (বুধবার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে পাঁচ দফা দাবি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

পাঁচ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম
 

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ঝটিকা মিছিল: আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার — ডিএমপি

জামায়াতসহ সাত দলের স্মারকলিপি আজ—নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি

আপডেট সময় ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৭:৪৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেবে। সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হবে। দলগুলো জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই স্মারকলিপি দেওয়া হবে। জানানো হয়েছে, স্মারকলিপি জমা দেবে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি। এর আগে গতকাল (বুধবার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে পাঁচ দফা দাবি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

পাঁচ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম