বৃষ্টিস্নাত ডাকসু নির্বাচনে ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের সঙ্গে অ্যাডভোকেট মেহেদী হাসানের সৌজন্য সাক্ষাৎ
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব হোসেন (রাকিব ভাই)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।
সাক্ষাৎকালে তারা দেশের ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, ডাকসু নির্বাচনের তাৎপর্য এবং ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ছাত্রদল সভাপতি রাকিব হোসেন সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক আদর্শ ও নেতৃত্বে উদ্বুদ্ধ করাই ছাত্রদলের মূল লক্ষ্য।
এ সময় অ্যাডভোকেট মেহেদী হাসান ছাত্রদলের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি তার নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট মেহেদী হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন—ছাত্র রাজনীতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবিচ্ছেদ্য অংশ। রাকিব ভাইয়ের মত সাহসী ও আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, যারা ছাত্রদলের কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।